মরমিয়া তুমি চলে গেলে | Moromiya Tumi Chole gele | Lyrics

মরমিয়া তুমি চলে গেলে
Moromiya Tumi Chole gele(1960)
তাল: তেওড়া (৭ মাত্রা)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর,শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়
মরমিয়া তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাব
কারে আমি এ ব্যথা জানাব।।
মরমিয়া তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাব
কারে আমি এ ব্যথা জানাব।
কে বলো আর শুনবে এ গান,
রাঙিয়ে দেবে আমার এ প্রাণ।।
শিউলি ফুলের মালা গেঁথে
কারে পরাব
কারে আমি এ ব্যথা জানাব।
বলো না গো বিদায়ের বারতা
মনে আমার সইবে না যে সে ব্যথা
বলো না গো বিদায়ের বারতা।
কে আছে আর বন্ধু আমার,
দুঃখ সুখের কথা শোনার।।
কার নয়নের আশা নিয়ে
মন ভরাব।
কারে আমি এ ব্যথা জানাব
মরমিয়া তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাব
কারে আমি এ ব্যথা জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *