মরণ কারো কথা শোনে না
Moron Karo Kotha Shone Na
গীতিকার-সাধক ভবা পাগলা
শিল্পী-পূর্নদাস বাউল
শিল্পী-পূর্নদাস বাউল
মরণ কারো কথা শোনে না
মরণ কারো কথা শোনে না।।
মরণ যখন তখন যেথা সেথা।।
দিতে পারে সদাই হানা
মরণ কারো কথা শোনে না।।
জাল পেতে ঐ মায়ার ছলে
ব্রহ্মময়ী নেয় যে কোলে
কথায় কথায় মানুষ বলে।।
আমার বলতে কেউ রইলো না
মরণ কারো কথা শোনে না।।
বেঁচে আছি এই আচর্য
নাই কো কারো ব্রহ্মচর্য
ওরে থাকত যদি একটু ধৈর্য্য
থাকত যদি একটু ধৈর্য্য
ঐশ্বর্য গায়ে ধরত না
মরণ কারো কথা শোনে না।।
মরবে বলে মনে রেখো
বেশী দিন বাঁচবে দেখ
ওরে কথার মতন কথা শেখ
কথার মত কথা সে তো শেখ
মরনের দিন যাবে জানা
মরণ কারো কথা শোনে না।।
নিজের হাতে বাচঁন মরণ
ভবা পাগলার সত্য বচন গো
ওরে থাকত যদি একটু ধৈর্য্য
ওরে মরনের দিন যাবে জানা।
মরণ কারো কথা শোনে না।।
মরণ যখন তখন যেথা সেথা।।
দিতে পারে সদাই হানা
মরণ কারো কথা শোনে না।।