মন দেল রুহু নফস না চিনিলে | Mon Del Ruhu Nofs Na Chinile | Maijbhandari

মন দেল রুহু নফস না চিনিলে
Mon Del Ruhu Nofs Na Chinile
Maijbhandari
লেখা: কুতুবে অালম হযরত খাজা শাহ সুফি মোহাম্মদ মনছুর অালী অাল চিশতী নিজামী (রহ:)।
মন দেল রুহু নফস না চিনিলে
হয়না কোন বন্দেগী,
এই তিনে যে নাহি চিনে
বৃথা ভজন ভন্ড যোগী।।
খোদ্ কোথায় অার কোথায় খোদা,
কারে তুমি জানাও সেজদা,
কুলুবুল মোমেনীন অারশুল্লাহে ভাবলে জুদা,
নাম শোন যাহা চেন কি তাহা
বৃথা গেল তোর জিন্দেগী।।
চেন না জাত কি সেফাত,
দেল দরিয়া উলুহিয়াত,
দরিয়া হিল্লোলে রুহু নাম তার রবুবিয়াত,
হিল্লোলে হোবাব নফ্স অাবুদিয়াত
জহুর হয় চেন মন বাগী।।
এক, দুই, তিন, ঠিক ঠিকানা,
গোল মিটে য়ায় উপাসনা,
এক বোঝে এক ভজে–
হক্কোল একিন অানা
মনছুর ভনে ভেদ না জেনে
বারংবার কত ভোগ ভুগী।।
হয়না কোন বন্দেগী, এই তিনে যে নাহি চিনে বৃথা ভজন ভন্ড যোগী

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *