মন তোর এত ভাবনা কেনে | Mon Tor Eto Bhabna Kene Lyrics

মন তোর এত ভাবনা কেনে

Mon Tor Eto Bhabna Kene Lyrics

“রামপ্রসাদী গান”

রাগিনী ভৈরবী-তাল-একতাল
(কন্ঠ-শ্রীকান্ত আচার্য্য)

 

মন তোর এত ভাবনা কেনে

মন তোর এত ভাবনা কেনে?(২)
একবার কালী বলে বলে বস্ রে ধ্যানে
মন তোর এত ভাবনা কেনে(২)

জাঁক-জমকে করলে পূজা
অহংকার হয় মনে মনে(২)
(তুমি)লুকিয়ে তাঁকে করবে পূজা,
জানবে না রে জগজ্জনে(২)
মন তোর এত ভাবনা কেনে?(২)

ধাতু-পাষাণ মাটির মূর্তি,
কাজ কি রে তোর সে গঠনে?(২)
(তুমি)মনোময় প্রতিমা করি,
বসাও হৃদিপদ্মাসনে(২)
মন তোর এত ভাবনা কেনে?(২)

আলোচাল আর পাকা কলা,
কাজ কি রে তোর আয়োজনে?(২)
(তুমি)ভক্তি-সুধা খাইয়ে তাঁরে,
তৃপ্ত কর আপন মনে(২)
মন তোর এত ভাবনা কেনে?(২)

ঝাড়-লণ্ঠন বাতির আলো,
কাজ কি রে তোর সে রোশনায়ে?(২)
(তুমি)মনোমর মাণিক্য জ্বেলে
দেও না জ্বলুক নিশিদিনে(২)
মন তোর এত ভাবনা কেনে?(২)

মেষ-ছাগল-মহিষাদি
কাজ কি রে তোর বলিদানে?(২)
(তুমি)’জয় কালী’ ‘জয় কালী’ বলে,
বলি দেও ষড়্ রিপুগণে(২)
মন তোর এত ভাবনা কেনে?(২)

প্রসাদ বলে ঢাক ঢোল
কাজ কি রে তোর সে বাজনে?(২)
(তুমি)’জয় কালী’ বলি দেও করতালি,
মন রাখ সেই শ্রীচরণে(২)
মন তোর এত ভাবনা কেনে?(২)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *