মন ছাড়া কি মনের মানুষ রয়
Mon Chara Ki Moner Manus Roy
শিল্পী: কানাই দাস বাউল
কথা ও সুর: মাতান চাঁদ গোঁসাই
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়…
যে যেমনে বাঞ্ছা করে, বাঞ্ছা করে…
যে যেমনে বাঞ্ছা করে, তার কাছে সে উদয় হয়
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়…
মনের মানুষ মনহরা, রসময় রুপ রসে ভরা
মনের মানুষ মনহরা, রসময় রুপ রসে ভরা
দেখলে হবি আত্মহারা, তাকে দেখলে হবি আত্মহারা
অধরাকে ধরা দায়
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়…
বিশুদ্ধ মানুষের করণ, চণ্ডী রজকীনির মরণ
বিশুদ্ধ মানুষের করণ, চণ্ডী রজকীনির মরণ
এক মরণে দুজন মরণ,
এক মরণে দুজন মরণ
আত্মায় আত্মায় মিশে রয়
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো
মন ছাড়া কি মনের মানুষ রয়…
গোসাই মাতান চাদে ভণে, মানুষ ধরার মানুষ বিনে
গোসাই মাতান চাদে ভণে, মানুষ ধরার মানুষ বিনে
আমি পাবো কি আর এজীবনে,
আমি পাবো কি আর এজীবনে
সেই মানুষ, সেই র’সময়