মন আমার লজ্জা কি তোর নাই
অ্যালবাম-স্বপ্ন আমার হাত ধরো
গীতিকার,সুরকার-সায়ান
শিল্পী-সায়ান
মন আমার লজ্জা কি তোর নাই
বারে বারে কাঁদিস বুঝি তাই ?
মন আমার ওরে মন একবার মন দিয়ে শোন্
তুই যদি এমন করিস আমি কোথায় যাই ?
মন চল নির্বাসনে যাই,
তুই আর আমি চল্ পালাই,
ওরে মন আমার মন,
চল্ দু’জনে সব ভুলে যাই।।
তুই ছাড়া মন কারে আর মনের কথা কই
আমি ঠিক যেথায় আছি সেথায় পড়ে রই
একা তুই একলা বুঝি আমিও কি নই
ভাঙ্গা-ঘুম আমার ভাগেও পড়েছে নিশ্চয়ই
তোর চেয়ে আমার কি আর দুঃখ কিছু কম
কত আর ঢাকব রে তোর কান্না বেশরম
এদিকে যখন তখন জীবন পাঠায় ডাক
সে সময় একটুখানি ঘাপটি মেরে থাক
তোরে নিয়ে কি যে করি ?
বড় লজ্জাতে আজ মরি !
কেন তুই মেঘলা করিস আমার সকল কাজ?
আমি দু’হাত জোড় করে
বলি বেহায়া মন তোরে
দে না মন বাঁচতে দে না নিজেও কিছু বাঁচ।
মন চল নির্বাসনে যাই,
তুই আর আমি চল্ পালাই,
ওরে মন আমার মন,
চল্ দু’জনে সব ভুলে যাই।
কাহাতক ঝাপসা চোখে পথ চলা আর যায় !
আমার এই জীবন যেন কাটতে নাহি চায়
কত দূর কত্তো দূরে ফেরার হ’লি মন
সেখানেও পিছু নিয়ে পৌঁছেছে জীবন
দেবেনা কেউ দেবেনা কেউ দেবেনা ছাড়
হিসেবের হাত থেকে নেই একটুও নিস্তার
এসবের মধ্যেখানেও তোর এই জ্বালাতন
কি পাষাণ স্বৈরাচারে ভেজাস চোখের কোণ।
তোরে নিয়ে কি যে করি ?
বড় লজ্জাতে আজ মরি !
কেন তুই মেঘলা করিস আমার সকল কাজ ?
আমি দু’হাত জোড় করে
বলি বেহায়া মন তোরে
দে না মন বাঁচতে দে না নিজেও কিছু বাঁচ।
মন চল নির্বাসনে যাই
তুই আর আমি চল্ পালাই
ওরে মন আমার মন
চল্ দু’জনে সব ভুলে যাই।
মন আমার লজ্জা কি তোর নাই
বারে বারে কাঁদিস বুঝি তাই ?
মন আমার ওরে মন একবার মন দিয়ে শোন্
তুই যদি এমন করিস আমি কোথায় যাই ?