মন আমার এক নতুন | Mon Amar Ek Notun | Key Lyrics

মন আমার এক নতুন
Mon Amar Ek Notun
ছবি: বিয়ের ফুল
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: যতীন-ললিত
শিল্পী: বিজয়েতা পণ্ডিত,কুমার শানু
বলব কি করে
কি হলো আমার
কি হারালো আর
কি এলো আমার।
মন আমার এক নতুন
মস্তানি শিখেছে।
আদরে আবদারে
চোখে সে লিখেছে।
ও মন আমার এক নতুন
মস্তানি শিখেছে।
আদরে আবদারে
চোখে সে লিখেছে।
তুমি যে আমার
তুমি আর তো কারো না
আমায় ভুলবে না
এই কথা ভুলবে না।
মন আমার এক নতুন
মস্তানি শিখেছে।
আদরে আবদারে
চোখে সে লিখেছে।
ও তুমি যে আমার
তুমি আর তো কারো না
আমায় ভুলবে না
এই কথা ভুলবে না
মন আমার এক নতুন
মস্তানি শিখেছে।
এলো শুভ দিন
আজ আমার জীবনে।
মিলব দুজনায়
এক শুভ লগনে।
ও এলো শুভ দিন
আজ আমার জীবনে।
মিলব দুজনায়
এক শুভ লগনে।
আমায় ফেলে আর
কারো সাথে চলবে না
আমায় ভুলবে না
এই কথা ভুলবে না।
মন আমার এক নতুন
মস্তানি শিখেছে।
আমার যত প্রেম
তা দিলাম তোমাকে।
তোমার যা আছে
দাও সবই আমাকে।
ও আমার যত প্রেম
নাও দিলাম তোমাকে।
তোমার যা আছে
দাও সবই আমাকে।
ভালোবাসি আর
তুমি কাউকে বলবে না
আমায় ভুলবে না
এই কথা ভুলবে না।
মন আমার এক নতুন
মস্তানি শিখেছে।
আদরে আবদারে
চোখে সে লিখেছে।
ও তুমি যে আমার
তুমি আর তো কারো না
আমায় ভুলবে না।
এই কথা ভুলবে না
মন আমার এক নতুন
মস্তানি শিখেছে।

Check Also

Poison Baby Lyrics

Poison Baby Lyrics (Thamma) | Starring Malaika A, Ayushmann K, Rashmika M

Poison Baby Lyrics (Thamma) | Ayushmann & Rashmika 🎶 Music : Sachin-Jigar 🎤 Singer : …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *