Manda Bale Loke Boluk Na Boluk Lyrics | মন্দ বলে লোকে বলুক না বলুক

Lyrics

মন্দ বলে লোকে বলুক না বলুক
Manda Bale Loke Boluk Na Boluk
কথা: মিল্টু ঘোষ
সুর: ভি বালসারা
শিল্পী: মুকেশ/বনশ্রী সেনগুপ্ত

 

Manda Bale Loke Boluk Na Boluk Lyrics in Bangla


মন্দ বলে লোকে বলুক না বলুক না
হিংসে করে জ্বলে জ্বলুক না জ্বলুক না
তবুও দু’জনে কুজনে কুজনে তবুও
তবুও দু’জনে কুজনে কুজনে
এসো না এ পথ ভরিয়ে যাই
নতুন ছন্দ ঝরিয়ে যাই
মন্দ বলে লোকে বলুক না বলুক না।


[কী হবে ওদের কাছে লুকিয়ে থেকে
মনের আড়ালে আজ মনকে ঢেকে]-২
এ মুখ ও মুখ হয়ে যদি হয়
জানাজানি তা হোক না
তবুও দু’জনে কুজনে কুজনে তবুও
তবুও দু’জনে কুজনে কুজনে
এসো না এ পথ ভরিয়ে যাই
নতুন ছন্দ ঝরিয়ে যাই
মন্দ বলে লোকে বলুক না বলুক না।


কী হবে দু’চোখে মিছে লজ্জা টেনে
সবাই এ কথা আজ যাক না জেনে
আকাশ বাতাস ভরে যদি চলে
কানাকানি চলুক না;
তবুও দু’জনে কুজনে কুজনে তবুও
তবুও দু’জনে কুজনে কুজনে
এসো না এ পথ ভরিয়ে যাই
নতুন ছন্দ ঝরিয়ে যাই
মন্দ বলে লোকে বলুক না বলুক না।

 

Manda Bale Loke Boluk Na Boluk Lyrics in English

 

Manda Bale Loke Boluk Na Boluk

hingse kore jole joluk na joluk na

tobuo dujone kujone kujone tobuo

tobuo dujone kujone kujone

eso na e poth bhoriye jai

notun chondo jhoriye jai

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *