মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে
Moner Manush Pailam Re Bohu Diner Pore
ছায়াছবি: খায়রুন সুন্দরী (ঢালিউড ২০০৪)
/প্রাণের স্বামী (টালিউড ২০০৬)
কথা: এ কে সোহেল
সুর: ইমন সাহা
কণ্ঠ: এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী
মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে
মনের মানুষ পাইলাম রে-এ
মনের মানুষ পাইলাম রে
বহুদিনের পরে,
[ভালোবাইসা বুকের ভিতর
রাখিব তোমারে (আমি)]-২
মনের মানুষ পাইলাম রে ও
মনের মানুষ পাইলাম রে
বন্ধু এতদিনে,
[আদর দিয়া সোহাগ দিয়া,
রাখিব যতনে (আমি)]-২
[বন্ধু তোমায় না পাইলে
এ জীবন বৃথা যেত,
তোমায় পাইয়া বন্ধু আমার;
মনপ্রাণ জুড়াইল]-২
মনের মানুষ পাইলাম রে
বন্ধু এতদিনে
[আদর দিয়া সোহাগ দিয়া
রাখিব যতনে (আমি)]-২
মনের মানুষ পাইলাম রে
বহুদিনের পরে,
[ভালোবাইসা বুকের ভিতর
রাখিব তোমারে (আমি)]-২
[প্রাণ বন্ধুর লাইগা বুঝি
আমার জনম হইছে রে,
জনম জনম ভালোবাইসা;
রাখিব অন্তরে]-২
মনের মানুষ পাইলাম রে
বহুদিনের পরে,
[ভালোবাইসা বুকের ভিতর
রাখিব তোমারে (আমি)]-২
মনের মানুষ পাইলাম রে
বন্ধু এতদিনে,
আদর দিয়া সোহাগ দিয়া
রাখিব যতনে;
ভালোবাইসা বুকের ভিতর
রাখিব তোমারে
আমি আদর দিয়া সোহাগ দিয়া
রাখিব যতনে।