মনের দুঃখ কার কাছে জানাই? | Moner Dukkho Kar Kache Janai | Song Lyrics

মনের দুঃখ কার কাছে জানাই?
Moner Dukkho Kar Kache Janai
বাউল শাহ আব্দুল করিম





মনের দুঃখ কার কাছে জানাই?
মনে ভাবি তাই
মনের দুঃখ কার কাছে জানাই ?

গরিবকুলে জন্ম আমার আজো তা মনে পরে
ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়েঘরে
দিন কাটিত অর্ধাহারে রোগে কোনও ঔষধ নাই
মনের দুঃখ কার কাছে জানাই ?

এক সঙ্গে জন্ম যাদের ১৩২৮ বাংলায়
আনন্দে খেলে তারা ইশকুলে পড়িতে যায়
আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই
মনের দুঃখ কার কাছে জানাই ?

পিতা-মাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম
জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকরিতে গেলাম
মাঠে থাকি গরু রাখি ইদের দিনেও ছুটি নাই
মনের দুঃখ কার কাছে জানাই ?

সবসময় গান গাইতাম মনের এই স্বভাব ছিল
আমাকে নয় গানকে তখন অনেকে বাসত ভালো
রাগ-রাগিণী ভালো ছিল রচনা করিয়া গাই
মনের দুঃখ কার কাছে জানাই ?

চাকুরি তখন ছেড়ে দিলাম হাতে নিলাম একতারা
দিবারাত্র গান গাই লোকে বলে বেসরা
উদাস মনের চিন্তাধারা যা মনে চায় তাহাই গাই
মনের দুঃখ কার কাছে জানাই ?

গ্রামের মুরব্বি আর মোল্লা সাহেবের মতে
ধর্মীয় আক্রমণ এল ঈদের দিনে জামাতে
দোষী হই মোল্লাজীর মতে পরকালেও মুক্তি নাই
মনের দুঃখ কার কাছে জানাই ?

নিষেধ বাধা না মানিয়া কুলের বাহির হইলাম
একতারা সঙ্গে নিয়া ঘরবাড়ি ছেড়ে দিলাম
ঘর ছাড়া বাউল সাজিলাম সকলেরই করিম ভাই
মনের দুঃখ কার কাছে জানাই ?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *