মনরে কৃষিকাজ জান না | Monre Krishi Kaj Jano Na Lyrics | শ্যামাসংগীত

মনরে কৃষিকাজ জান না

Monre Krishi Kaj Jano Na Lyrics

শ্যামাসংগীত

“রামপ্রসাদী গান”

(প্রসাদী সুর-তাল একতালা)

(কন্ঠ-অনুপ জলোটা)

মনরে কৃষিকাজ জান না

মনরে কৃষিকাজ জান না।।
(এমন)মানব জমিন রইলো পতিত
আবাদ করলে ফলতো সোনা।।
মনরে কৃষিকাজ জান না

কালী নামে দাওরে বেড়া,
ফসলে তছরুপ হবে না।।
(সে যে)মুক্তোকেশীর শক্তবেড়া
তার কাছেতে যম ঘেঁষে না।।
মনরে কৃষিকাজ জান না

অদ্য কিংবা শতাব্দন্তে-
বাজেয়াপ্ত জান না।।
এখন আপন একতারে মনরে-
চুটিয়ে ফসল কেটে নে না।।
মনরে কৃষিকাজ জান না

গুরুদত্ত বীজ রোপন করে
ভক্তিবারি সেচে দে না
(মা মা মাগো)
গুরুদত্ত বীজ রোপন করে
ভক্তিবারি সেচে দে না।।
একা যদি না পারিস মন
রামপ্রসাদকে সঙ্গে নে না
মনরে কৃষিকাজ জান না

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *