মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
Modhur Modhur Kotha Koiya Chitte Daga Dilo
আক্কাস দেওয়ান
মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো
মনে ছিল আশা বন্ধু প্রাণে ছিল আশা
বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা
আশার বাসা ভেঙ্গে বন্ধে কার মায়ায় মজিল
হায়গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো
কান্দে পোড়ায় আঁখি বল গৃহে কেম্নে থাকি
বন্ধের তরে ছটফট করে আমার পরাণ পাখি
পন্থপানে চাইয়া থাকি ওই বুঝি আসিল
হায়গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো
তারে না দেখিলে মরি বল উপায় কি যে করি
বন্ধেরে না পাইলে আমি গলায় দেব দড়ি
লোকে বলবে আক্কাস দেওয়ান কি মরা মরিল
হায়গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো