ভেঙে গেল স্বপ্ন | Venge Gelo Swapno | Lyrics

ভেঙে গেল স্বপ্ন
Venge Gelo Swapno
ছায়াছবি: অন্তরতম
শিল্পী: কুমার শানু
আ আ আ আ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল।।
নীল আকাশে হঠাৎ যেন
আলো মেঘের দল ফিরে এল
ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল।।
কেউ তো আমায় বলেনি আগে,
প্রেমের পথেরই কথা।।
বেদনা দিয়ে সাজানো এ পথ
চলতে গেলে পাবে ব্যথা।
সবাই মিলে কেন যে আমায়।।
আজ অপরাধী করে দিল।
ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল।।
দিকে দিকে এত আলোরই মালা,
আর সানাই উঠিছে কাঁদিয়া।।
মনের মাঝে মনকে আমি
কি করে রাখি যে বাধিয়া
দুখের কাছে মোর ঠিকানা ছিলনা।।
আজ ঠিকানা খুঁজে পেল।
ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল।।
নীল আকাশে হঠাৎ যেন
আলো মেঘের দল ঘিরে এল
ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল।।

Check Also

बस तेरा Lyrics | BAS TERA Lyrics | বস তেরা Lyrics – Rito Riba & Sukruti Airi

बस तेरा Lyrics | BAS TERA Lyrics | বস তেরা Lyrics – Rito Riba & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *