ভুলোনা কোনদিন
Bhulo Na Konodin
ছায়াছবি: রক্ত নদীর ধারা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপ্পী লাহিড়ী
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: বাপ্পী লাহিড়ী ও অলকা ইয়াগনিক
Bhulo Na Konodin
ছায়াছবি: রক্ত নদীর ধারা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপ্পী লাহিড়ী
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: বাপ্পী লাহিড়ী ও অলকা ইয়াগনিক
ও আমার দেশের মানুষ
গাও স্বরাজের গান;
এই খুশী থাক্ সারা জীবন
হৃদয়ে অম্লান;
শুধু ভুলোনা কোনদিন,
যারা প্রাণ দিয়েছে বলিদান।
ভুলোনা কোনদিন,
যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলোনা(২)
তাদের জন্য দু’ফোঁটা জল
ফেলুক চোখে তারা;
যাদের রক্তে লাল হয়েছে
রক্ত নদীর ধারা।
রক্ত নদীর ধারা(৪)
ভুলোনা কোনদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলোনা।
দেশের সীমা পাহারা দিতে
কত সোনার ছেলে;
বুকের রক্ত এই মাটিতে
দিয়ে গেছে ঢেলে(উ উ উ উ)
তোমার আমার সুখের জন্য
হারিয়ে গেছে যারা;
যাদের রক্তে লাল হয়েছে
রক্ত নদীর ধারা
রক্ত নদীর ধারা(৪)
ভুলোনা কোনদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলোনা।
টুকরো করে দেবে বলে
সোনার এ দেশটাকে;
গুপ্তি ছড়ি হাতে যারা
বন্ধু সেজে থাকে(উ উ উ উ)
তাদের দলের একজন ও কেউ
পায়না যেন ছাড়া;
কিসের ক্ষতি বইলে তখন
রক্ত নদীর ধারা।
রক্ত নদীর ধারা(৪)
ভুলোনা কোনদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলোনা
তাদের জন্য দু’ফোঁটা জল
ফেলুক চোখে তারা
যাদের রক্তে লাল হয়েছে
রক্ত নদীর ধারা
রক্ত নদীর ধারা(৪)
(দেশের সোনা চালান করে
হাত পাকিয়ে যারা,
দেশের মেয়ে করছে চালান,
বুঝুক এবার তারা;
হাত ভরিয়ে দিতে তাদের,
এগিয়ে এল তারা উ উ
কিসের ক্ষতি বইলে নতুন
রক্ত নদীর ধারা)