ভুবন ভুলাইলি মা হরমোহিনী | Bhubon Bhulaili Maa Hormohini | Shyama Sangeet

ভুবন ভুলাইলি মা হরমোহিনী
Bhubon Bhulaili Maa Hormohini
Shyama Sangeet
নন্দ কুমারের গান
সিন্দু-ভৈরবী তেতালা
কন্ঠ-অনুপ জলোটা

মা..মা..
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী(২)
ভুবন ভুলাইলি মা
মূলাধারে মহোৎপলে
বীনাবাদ্য-বিনোদিনী(২)
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা

শরীর শারীর যন্ত্রে,
সুষুম্নাদি ত্রয় তন্ত্রে
গুনভেদে মহামন্ত্রে
তিনগ্রাম-সঞ্চারিণী
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা

আঁধারে ভৈরাবাকার,
ষড়দলে শ্রীরাগ আর,
মনিপুরেতে মল্লার,
বসন্তে হৃদপ্রকাশিনী
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা

বিশুদ্ধ হিন্দোল সুরে,
কর্ণাটক আজ্ঞাপুরে,
তাল-মান-লয়-সুরে,
ত্রিসপ্ত-সুরভেদেনী
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা

মহামায়া মোহপাশে,
বদ্ধ কর অনায়াসে,
তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে(৩)
স্হির আছে সৌদামিনী
শ্রীনন্দ কুমারে কয়,
তত্ত্ব না নিশ্চয় হয়
শ্রী নন্দ কুমারে কয়(২)
তত্ত্ব না নিশ্চয় হয়
তব তত্ত্ব গুনত্রয়,
কাকীমুখ আচ্ছাদিনী
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা(৩)

ভুবন ভুলাইলি মা হরমোহিনী | Bhubon Bhulaili Maa Hormohini | Shyama Sangeet

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *