ভালো নাই মোর কোন কালে | Bhalo Nai Mor Kono Kale Lyrics | রামপ্রসাদী গান

ভালো নাই মোর কোন কালে

Bhalo Nai Mor Kono Kale Lyrics

রামপ্রসাদী গান

প্রসাদী সুর-তাল একতালা
(কন্ঠ-শ্রীকান্ত আচার্য্য)

Table of Contents

ভাল নাই মোর কোন কালে

ভালো নাই মোর কোন কালে(2)
ভালোই যদি থাকবে আমার,
মন কেন কুপথে চলে(2)
ভালো নাই মোর কোন কালে(২)

হেদে গো মা দশভূজা
আমার ভবে তনু হইল বোঝা(২)
(আমি)না করিলাম
তোমার পূজা,
জবা-বিল্ব-গঙ্গাজলে(২)
ভালো নাই মোর কোন কালে(২)

এ ভবসংসারে আসি,
না করিলাম গয়া কাশী(২)
যখন শমনে ধরিবে আসি,
ডাকব কালী কালী বলে(২)
ভালো নাই মোর কোন কালে(২)

দ্বিজ রামপ্রসাদ বলে,
তৃণ হয়ে ভাসি জলে(২)
আমি ডাকি ধর ধর বলে,
কে ধ’রে তুলিবে কূলে(২)
ভালো নাই মোর কোন কালে(২)

Bhalo Nai Mor Kono Kale Lyrics

ভালো নাই মোর কোনো কালেভালো নাই মোর কোনো কালেভালোই যদি থাকবে আমারমন কেন কুপথে চলেভালোই যদি থাকবে আমারমন কেন কুপথে চলে
ভালো নাই মোর কোনো কালেভালো নাই মোর কোনো কালে
হ্যাঁ, দে গো মা দশভূজাআমার ভবে তনু হইলো বোঝাহ্যাঁ, দে গো মা দশভূজাআমার ভবে তনু হইলো বোঝাআমি না করিলাম তোমার পূজাজবা বিল্ব গঙ্গাজলেনা করিলাম তোমার পূজাজবা বিল্ব গঙ্গাজলে
ভালো নাই মোর কোনো কালেভালো নাই মোর কোনো কালে
এ ভবসংসারে আসিনা করিলাম গয়া-কাশীএ ভবসংসারে আসিনা করিলাম গয়া-কাশীযখন শমনে ধরিবে আসিডাকব কালী কালী বলেযখন শমনে ধরিবে আসিডাকব কালী কালী বলে
ভালো নাই মোর কোনো কালেভালো নাই মোর কোনো কালে
দ্বিজ রামপ্রসাদ বলেতৃণ হয়ে ভাসি জলেদ্বিজ রামপ্রসাদ বলেতৃণ হয়ে ভাসি জলেআমি ডাকি “ধরো ধরো” বলেকে ধরে তুলিবে কূলেআমি ডাকি “ধরো ধরো” বলেকে ধরে তুলিবে কূলে
ভালো নাই মোর কোনো কালেভালো নাই মোর কোনো কালে

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *