ভালো নাই মোর কোন কালে
Bhalo Nai Mor Kono Kale Lyrics
রামপ্রসাদী গান
প্রসাদী সুর-তাল একতালা
(কন্ঠ-শ্রীকান্ত আচার্য্য)
ভাল নাই মোর কোন কালে
ভালো নাই মোর কোন কালে(2)
ভালোই যদি থাকবে আমার,
মন কেন কুপথে চলে(2)
ভালো নাই মোর কোন কালে(২)
হেদে গো মা দশভূজা
আমার ভবে তনু হইল বোঝা(২)
(আমি)না করিলাম
তোমার পূজা,
জবা-বিল্ব-গঙ্গাজলে(২)
ভালো নাই মোর কোন কালে(২)
এ ভবসংসারে আসি,
না করিলাম গয়া কাশী(২)
যখন শমনে ধরিবে আসি,
ডাকব কালী কালী বলে(২)
ভালো নাই মোর কোন কালে(২)
দ্বিজ রামপ্রসাদ বলে,
তৃণ হয়ে ভাসি জলে(২)
আমি ডাকি ধর ধর বলে,
কে ধ’রে তুলিবে কূলে(২)
ভালো নাই মোর কোন কালে(২)
Bhalo Nai Mor Kono Kale Lyrics
ভালো নাই মোর কোনো কালে
ভালো নাই মোর কোনো কালে ভালোই যদি থাকবে আমার মন কেন কুপথে চলে ভালোই যদি থাকবে আমার মন কেন কুপথে চলেভালো নাই মোর কোনো কালে
ভালো নাই মোর কোনো কালেহ্যাঁ, দে গো মা দশভূজা
আমার ভবে তনু হইলো বোঝা হ্যাঁ, দে গো মা দশভূজা আমার ভবে তনু হইলো বোঝা আমি না করিলাম তোমার পূজা জবা বিল্ব গঙ্গাজলে না করিলাম তোমার পূজা জবা বিল্ব গঙ্গাজলেভালো নাই মোর কোনো কালে
ভালো নাই মোর কোনো কালেএ ভবসংসারে আসি
না করিলাম গয়া-কাশী এ ভবসংসারে আসি না করিলাম গয়া-কাশী যখন শমনে ধরিবে আসি ডাকব কালী কালী বলে যখন শমনে ধরিবে আসি ডাকব কালী কালী বলেভালো নাই মোর কোনো কালে
ভালো নাই মোর কোনো কালেদ্বিজ রামপ্রসাদ বলে
তৃণ হয়ে ভাসি জলে দ্বিজ রামপ্রসাদ বলে তৃণ হয়ে ভাসি জলে আমি ডাকি “ধরো ধরো” বলে কে ধরে তুলিবে কূলে আমি ডাকি “ধরো ধরো” বলে কে ধরে তুলিবে কূলেভালো নাই মোর কোনো কালেভালো নাই মোর কোনো কালে