ভালোবাসে না লিরিক্স | Bhalobashe Na Lyrics By Rumi

Song : Bhalobashena  (ভালোবাসে না)
Singer : Rumi
Lyric, Tune & Composition : Prince Mahmud
Video directon : Russel
Album : Nirbachita
Language : Bangla
Label : Agniveena

জোনাকি গায় ফিসফিস

হাওয়া দিয়ে যায় শিস

তাতে আমার কিছু যায় আসে না

সে যে এখন আমায় ভালোবাসে না

ওঠে আনন্দ চাঁদ গলায় গলায় গান

শুধু আমার গলায় সুর আসে না

সে যে এখন আমায় ভালোবাসে না

ও জোনাক গেয়ো না পোড়া শিস দিও না

বিরহ আমার ভালো লাগে

ও চাঁদ উঠো না ফুলগো ফুটো না

ভালোবাসিতে স্বাধ জাগে

নিজ ভুমে পরবাসী একা কারে ভালোবাসি

তাতে তার কিছু যায় আসে না

সে যে এখন আমায় ভালোবাসে না

জোনাকি গায় ফিসফিস

হাওয়া দিয়ে যায় শিস

তাতে আমার কিছু যায় আসে না

সে যে এখন আমায় ভালোবাসে না

ওঠে আনন্দ চাঁদ গলায় গলায় গান

শুধু আমার গলায় সুর আসে না

সে যে এখন আমায় ভালোবাসে না

আয় ঘুম আয় আয়

চোখের ভেজা পাতায়

লুকায় লুকায় থাকিস না

লক্ষ্মীছাড়া ঘুম কপালে দিয়ে যা চুম

সংবাদ আমার রাখিস না

এ ব্যথা কি দিন আশা

এমনই তো হওয়ার ভাষা

আমি ভাসি মেঘবতী ভাসে না

সে যে এখন আমায় ভালোবাসে না

জোনাকি গায় ফিসফিস

হাওয়া দিয়ে যায় শিস

তাতে আমার কিছু যায় আসে না

সে যে এখন আমায় ভালোবাসে না

ওঠে আনন্দ চাঁদ গলায় গলায় গান

শুধু আমার গলায় সুর আসে না

সে যে এখন আমায় ভালোবাসে না (৪ বার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *