ভালোবাসি বেশি | Bhalobashi Beshi Lyrics

ভালোবাসি বেশি লিরিক্স
Bhalobashi Beshi Lyrics 
Singer: Shovon Roy & Tanisha Islam Sheniz 
Lyrics: Shovon & Utshaw 
Tune & Music: Shovon Roy

এ এক নতুন অনুভুতি  

তোমার সাথে আমার প্রথম দেখা, 

তোমার কাছে যাবো বলে 

অগোছালো আমার হচ্ছে গুছিয়ে থাকা। 

এ এক নতুন অনুভূতি  

তোমার সাথে আমার প্রথম দেখা, 

কি হবে তা জানি না  

শুধু খুশি মন দেখা হবে প্রিয়া। 

অনুভূতিগুলো সাত রঙেতে 

ছড়িয়েছি এই মনে, 

ভালোবাসি বেশি তোমায় আমি 

তোমায় ছাড়া সব বৃথা, সেটাও জানি, 

ভালোবাসি প্রিয়া তোমায় আমি 

তোমায় ছাড়া সব বৃথা, সেটাও জানি। 

কি করে মনটা আমার সেতো জানে না, 

তোমায় ভালোবাসা ছাড়া কিছু বোঝে না, 

এ কেমন বন্ধু সেতো বুঝি না 

তোমায় ছাড়া চোখ যেন, 

কছিুই খোজে না।

ভালোবাসি বেশি তোমায় আমি 

তোমায় ছাড়া সব বৃথা, সেটাও জানি, 

ভালোবাসি প্রিয়া তোমায় আমি 

তোমায় ছাড়া সব বৃথা, সেটাও জানি। 

ভালোবাসার রঙে 

তোর শহর সেজে থাক, 

টের পাচ্ছি ভিসন চাপ 

লাইফে থাক বেশি লাভ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *