ভালবেসে আমি যে কত দুঃখ পেলাম
Bhalobese ami je koto dukkho pelam
ছায়াছবি: জনম জনমের সাথী
কথা: মনোজ ঠাকুর
সুর: দীপক রজত
শিল্পী: কবিতা কৃষ্ণমূর্তি
Bhalobese ami je koto dukkho pelam
ছায়াছবি: জনম জনমের সাথী
কথা: মনোজ ঠাকুর
সুর: দীপক রজত
শিল্পী: কবিতা কৃষ্ণমূর্তি
ভালবেসে আমি যে।।
কত দুঃখ পেলাম।।।।
ভালবেসে আমি যে
কত দুঃখ পেলাম।।।।
ভালবেসে আমি যে।।
ভালবেসে বুঝিনি তো,
এই পাবো প্রতিদান।
থেমে গেছে জীবনের,
সব হাসি খেলা গান।।
আলো চেয়ে।।
আলো চেয়ে আমি যে
আঁধারে হারালাম।।।।
ভালবেসে আমি যে।।
গোলাপের আছে রূপ
ভালবাসা আছে তার,
তুলতে গিয়ে তবু
কাঁটা বেধে বারেবার।।
তবু ভালবাসা।।
মধুর
ভালবেসে জানলাম।।।।
ভালবেসে আমি যে।।
ভাগ্যের পরিহাসে
কেন এমন হলো,
জানিনা যে ভালবাসায়,
কি যে ভুল ছিল।।
আঘাতে আঘাতে।।
আমি
পাষাণ হয়ে গেলাম।।।।
ভালবেসে আমি যে
কত দুঃখ পেলাম।।।।
ভালবেসে আমি যে।।