ভাজলি বেগুন পরের তেলে
Bhajli Begun Porer Tele
ফকির লালন সাঁই
গুনে পড়ে সারলি দফা করলি রফা গোলেমালে।
খুঁজলিনে মন কোথা সেই ধন
ভাজলি বেগুন পরের তেলে।।
করলি বহু পড়াশোনা
কামে কাজে ঝলসে কানা
কথায় তো চিড়ে ভিজেনা
দুধ কিম্বা জল না দিলে।।
আরকি হবে মানব জনম
লুটবি মজা মনের মতন
বাবার হোটেল ভাঙবে যখন
খাবি তখন কার বা শালে।।
হায়রে মজার তিলের খাজা
খেয়ে দেখলিনে মন কেমন মজা
লালন কয় বিজাতের রাজা
হয়ে রইলাম এই অকুলে।।