ভাই সাথি মোর কত না আপন | Bhai Sathi Mor Koto Na Apon | Lyrics

ভাই সাথি মোর কত না আপন
Bhai Sathi Mor Koto Na Apon
ছায়াছবি: ভাইয়ের শপথ
কথা: লক্ষ্মীকান্ত রায়
সংগীত: মলয় মিশ্র
শিল্পী: সাধনা সরগম
ভাই সাথি মোর কত না আপন,
নেই ভুলে যাওয়ার কোনই কারন।।
মোর মনে কভু দেবোনা তো দুঃখ।।
হাসাবে তোমারে সারাজীবন
রাখী বাঁধলে মোর রাখবে মান।।
ভাই সাথি মোর কত না আপন
নেই ভুলে যাওয়ার কোনই কারন।
যদি যাই হারিয়ে যে খুঁজে আনবো
ভেঙে যাই যদি গড়িয়ে দেবো।
হাত ধরে তোমার চলতে শিখেছি
পথ ভুলে গেলে দেখিয়ে দেবো।
(হুঁ ঘুম যদি না আসে !)
গল্প করবো।
অবুঝ হলে আমি বুঝিয়ে দেবো।
রাগে ফুঁসে গেলে মানিয়ে যে নেবো।
ভুল পথে গেলে টেনে আনবো।
মরতে হে তে কব,লাগবেনা টাটা।
ঘিরে থাকো মোরে সারাজীবন।
রাখী বাঁধলে মোর রাখবে মান।।
ভাই সাথি মোর কত না আপন
নেই ভুলে যাওয়ার কোনই কারন।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *