ভব নদীর তুফান ভারি
Vobo Nodir Tufan Vari
Lalonpada
ফকির লালন সাঁই
সামাল সামাল সামাল তরী ।
ভব নদীর তুফান ভারি ।।
নিরিখ রেখ ঈশান কোণে
চালাও তরী স্বযতনে
খালি খালি মরবি প্রাণে
জানা যাবে মাঝিগিরি ।।
না জানি কি হয় কপালে
চণ্ডিপাঠ ডুবিল জলে
বারে এহিবার বাঁচিলে
আর হব না নায়ের কাণ্ডারী ।।
ব্যাপারের ভাব যায় না জানা
চিন্তা জ্বরে হলাম টোনা
লালন বলে ঠিক পেলাম না
কোথা আল্লাহ কোথা নবী ।।