ভজ রে জেনে শুনে
Bhojo Re Jene Shune
Key Lyrics
ফকির লালন সাঁই
ভজ রে জেনে শুনে ।
নবি কলমা কলেন্দা আলি হালদাতা
ফাতেমা দাতা কি ধন দানে
নিলে ফতেমার স্মরণ ফতেহ্ হয় করণ
আছে ফরমান সাঁইর জবানে ।।
সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারি
যুগে যুগে মাতা হন যোগেশ্বরী
তারে চেনা হ’ল ভার ও রে মন আমার
ভুলে র’লি ভবের ভাব-ভূষণে ।।
শুনেছি মা তুমি অবিম্বধারী
বেদান্তের উপর গম্ভু তাহারি
এবার সুযোগ না বুঝে কুযোগে মজে
এ জীব মারা গেল ঘোর সাগরে ।।
সাড়ে সাত পান্তি পথের দাঁড়া
আদ পান্তি তাহার আদ্য মূল গোড়া
দরবেশ সিরাজ সাঁইর চরণ ভুলে রে লালন
অঘাটে মারা যাচ্ছ কেনে ।।