ভজ রে আনন্দের গৌরাঙ্গ । যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ । Bhojore anonder Gourango | Lolon

ভজ রে আনন্দের গৌরাঙ্গ।
Bhojore anonder Gourango
Lalon Song

ভজ রে আনন্দের গৌরাঙ্গ

ভজ রে আনন্দের গৌরাঙ্গ।
যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ।।

সাধুর গুণ যায় না বলা
শুদ্ধ চিত্ত অন্তর খোলা
সাধুর দরশনে যায় মনের ময়লা
পরশে প্রেমতরঙ্গ।।

সাধুজনার প্রেমহিল্লোলে
কত মানিক-মুক্তা ফলে
সাধু যারে কৃপা করে
প্রেমময়ে দেয় প্রেমঅঙ্গ।।

একরসে হয় প্রতিবাদী
একরসে ঘুরছে নদী
একরসে নৃত্য করে
নিত্যরসের গৌরাঙ্গ।।

সাধুর সঙ্গগুণে রঙ ধরবে
পূর্ব শোভার দূরে যাবে
লালন বলে পাইবে প্রাণের গোবিন্দ
করবে সতসঙ্গ।।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *