ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরোরে মন সাধুর সঙ্গ
Bhojore Anander Gourango Dhorore Mon Sadhur Songo
যদি তরিতে বাসনা থাকে ধরোরে মন সাধুর সঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরোরে মন সাধুর সঙ্গ।।
সাধুর গুণ যায়না বলা
শুদ্ধ চিত্ত অন্তর খোলা
সাধুর দরশনে যায় মনের ময়লা
পরশে হয় প্রেম তরঙ্গ।।
সাধু জনার প্রেম হিল্লোলে
কত মানিক মুক্তা ফলে
সাধু যারে দয়া করে
প্রেমময় দেয় প্রেম অঙ্গ।।
এক রসে হয় প্রতিপাদি
একই রসে পুরছে নদী
একই রসে নৃত্য করে
নিত্য রসে গৌরাঙ্গ।।
সাধুর সঙ্গ গুণে রং ধরিবে
পূর্ব স্বভাব দূরে যাবে
ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ (ওরে মন)
করোরে মন সৎসঙ্গ।।