ভগবান যদি কিছু কর মোরে দান
Vogoban Jodi Kichu Koro More Dan
কথা,সুর: প্রচলিত
[ভগবান যদি কিছু কর মোরে দান]-২
পরাণ ভরিয়া দিও প্রেম,কন্ঠ ভরিয়া দিও গান
[ভগবান যদি কিছু কর মোরে দান]-২
[এমনি করে তুমি আর কতকাল
কাঁদাবে আমায় বলো গিরিধারীলাল]-২
[অতি অভাজন আমি নাহি জানি ধ্যান
কৃপা করে দাও ভক্তি জ্ঞান]-২
[ভগবান যদি কিছু কর মোরে দান]-২
[না জানি সাধন আমি নাহি জানি ধ্যান
কেমনে পাইব ঠাকুর তোমার চরণ]-২
[তুমি যে আমার ওগো পূর্ণিমা চাঁদ
নিত্য নতুন হয় তোমারই প্রকাশ]-২
[তোমারই আলোতে তুমি চূর্ণ কর
আমার যত মান অভিমান
ভগবান যদি কিছু কর মোরে দান]-২
পরাণ ভরিয়া দিও প্রেম
কন্ঠ ভরিয়া দিও গান
[ভগবান যদি কিছু কর মোরে দান]-৪