বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া
Behaya Monta Loiya Tomare Bhalobasiya
বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া
বন্ধুরে…
তোরে ভালবাসি বলে লোকে কয় চন্ডাল।
কাটা ঘায়ে নুন ছিটাইয়া (২)
খুচাইয়া তুলতেছ ছাল।
আজ আমার ঘটিল জঞ্জাল।
বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া,
আজ আমার ঘটিল জঞ্জাল। (২)
ও তুই যতই ব্যাথা দিয়েছিস নিঠুর…,
ব্যাথার পরিবর্তে সেথা লেগেছে মধুররে বন্ধুর লেগেছে মধুর (২)
যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর যতই করুক বেত্রাঘাত।
তোর লাইগা বে(২)হায়া মনটা করেরে উৎপাত।
আমি শোন বলিরে প্রানোনাথা,
তোর লাইগা বেহায়া মনটা করেরে উৎপাত।
বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া,
আজ আমার ঘটিল জঞ্জাল। (২)
ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী…
মাঝ সাগরে প্রেমের নাউটা ডুবাইয়া দিলিরে বন্ধুর ডুবাইয়া দিলি (২)
কোনবা দোষে কোন কারণে ছাইড়া গেলি আমার সাথ।
তোর লাইগা বে(২)হায়া মনটা করেরে উৎপাত।
আমি শোন বলিরে প্রানোনাথা,
তোর লাইগা বেহায়া মনটা করেরে উৎপাত।
বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া,
আজ আমার ঘটিল জঞ্জাল। (২)
Behaya Monta Loiya Tomare Bhalobasiya