বৃষ্টি নামে বৃষ্টি থামে – Brishti Name Brishti Thame (কণ্ঠ: কুমার শানু)

 বৃষ্টি নামে বৃষ্টি থামে

Brishti Name Brishti Thame
ছায়াছবি: দুরন্ত প্রেম
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অরূপ প্রণয়
কণ্ঠ: কুমার শানু
[বৃষ্টি নামে বৃষ্টি থামে
শুকায় ভিজে পাহাড়,
চোখটা যে ভিজেই থাকে
শুকায় নাতো আমার]-২
[সে সুখ কোথায় গেল কোথায়
গেল কোথায় কতদূরে]-২
[ফোটা ফুলের আবেশ ঝরা
পাখির ঠোঁটে ঝরে পড়া
কত সুখের দিন]-২
আলোর মেলা ওই আকাশে
দোলন খেলা এই বাতাসে
বাজে খুশির বীণ
কত সুখের দিন
[সে সুখ কোথায় গেল কোথায়
গেল কোথায় কতদূরে]-২
[চোখের কোণে ধরে রাখা
স্বপ্ন তুলির ছবি আঁকা
কত সুখের দিন(ও ও)]-২
নতুন সাধের অনুরাগে
নতুন সুরের নতুন রাগে
বাজে খুশির বীণ
কত সুখের দিন
[সে সুখ কোথায় গেল কোথায়
গেল কোথায় কতদূরে]-২
বৃষ্টি নামে বৃষ্টি থামে
শুকায় ভিজে পাহাড়,
চোখটা যে ভিজেই থাকে
শুকায় নাতো আমার
[সে সুখ কোথায় গেল কোথায়
গেল কোথায় কতদূরে]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *