বুঝে শুনে করো পিরিত
Bujhe Shune Koro Pirit
বুঝে শুনে করো পিরিত
শেষ ভালো দাঁড়ায় যাতে।
না বুঝে মইজনা পিরিতে।।
ভবের পিরিত ভুতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন
অবশেষে হয় তার মরণ তে-মাথা পথে।।
পিরিতির যদি হয় বাসনা
সাধুর কাছে জানগা বেনা
লোহায় যেমন স্পর্শে সোনা হয় সে মতে।।
এক পিরিতের দ্বিভাব চলন
কেউ স্বর্গে কেউ নরকে গমন
বিনয় করে বলছে লালন এই জগতে।।