বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
Biswa Bhubon Srishti Tomar
শিল্পী-অনুরাধা পড়োওয়াল
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী
মহাকালী মহামায়া
মহাভয় হারিণী।।
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী।
সুর অসুর সবাই মাগো,
তোমার মায়ায় ভবে এলো।।
তোমার অংশে তোমার ছেলে।।
কেমন করে অসুর হলো
রুদ্ররূপ ধরে আবার
হও মা অসুর বিনাশিনী।
মহাকালী মহামায়া
মহাভয় হারিণী ;
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী।
অসুর হতে কেউ তো মাগো,
চায়নি কভু মহাকালী,
আর্ত রূপে সৃষ্টি করে,
দিচ্ছ আবার করতালি।।
পুত্র যদি দানব হয়,
তোমার সেতো আপনজন।।
স্নেহের পরশ দিয়ে মাগো।।
শান্ত কর ওদের মা।
কাতর কন্ঠে চাইছে ক্ষমা
শোন বিপদ তারিণী।
মহাকালী মহামায়া
মহাভয় হারিণী;
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী।
মহাকালী মহামায়া
মহাভয় হারিণী
বিশ্ব ভুবন সৃষ্টি তোমার
তুমি জীবন প্রদায়িনী।