বিয়া করমু বিয়া করমু মনের হাউসে
পাড়া-পড়সী সবাই আসবে বৌ দেখিতে
যাইওনা যাইওনা বৌ আমায় ছাড়িয়া সখী হে
স্নো দিমু পাইডার দিমু গালে মাখিতে
পানছাপাইনা শাড়ি দিমু ঝলক মারিতে
যাইওনা যাইওনা বৌ আমায় ছাড়িয়া সখী হে
হাওয়ার একখান গাড়ি দিমু নাইওর করিতে
সুন্দর একটা ড্রাইভার দিমু হান্ডেল ঘুরাইতে
যাইওনা যাইওনা বৌ আমায় ছাড়িয়া সখী হে