বিধি রে – Bidhi Re Lyrics | শুভদৃষ্টি

বিধি রে
Bidhi Re
ছায়াছবি: শুভদৃষ্টি (২০০৫)
কথা: প্রিয় চট্টোপাধ্যায়
সুর: জিৎ গাঙ্গুলী
কণ্ঠ: রাঘব চট্টোপাধ্যায়

 

বিধিরে বিধিরে ও বিধিরে
এ কূল ভাঙে ও কূল গড়ে
জীবন দরিয়ায়
বাপের বাড়ি ছাইড়া কন্যা
শ্বশুরবাড়ি যায় হায়
পুতুল খেলার ছেলেবেলা
মনে পইড়া যায়
পিছু ফিরা চায় রে কন্যা
পিছু ফিরা চায়।


বিধিরে বিধিরে ও বিধিরে
মায়ের আদর ভালোবাসা
সে কি ভোলা যায়?
হায় দুটি চোখে জলে যেন
নদী বইয়া যায় হায়
[চরণ চলে আগে তবু
মন যে ফিরা চায়]-২


বিধিরে বিধিরে ও বিধিরে
এই কুলেতে কন্যা বিদায়
ওই কুলেতে বরণ
পথের বাধায় থামেনা তো
সতীর রাঙা চরণ হায়
[দুঃখে সুখে পতির পাশে
থাকতে পরাণ চায়]-২
বিধিরে বিধিরে ও বিধিরে

 

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *