বিধির বিধান বল হায় কেন | Bidhir Bidhan Bolo Hay Keno || শিল্পী-বিনোদ রাঠোড় | Lyrics

বিধির বিধান বল হায় কেন
Bidhir Bidhan Bolo Hay Keno
Khuda Kare Ke Mohabbat Main
ছবি: সনম (হিন্দী)
শিল্পী: বিনোদ রাঠোড়

বিধির বিধান
বিধির বিধান বল হায় কেন,
মানতেই হবে এ এ।।
আমার এ ভাগ্য মন্দ কেন,
জানতেই হবে।।
বিধির বিধান হো ও ও ও

কে দিল তার এ অধিকার যে,
ঐ বিধাতা হবার।।
আমার এ সুখ আমার এ শান্তি
সব কেড়ে নেবার
সে কি এসে আমার এই প্রশ্নের,
আজ জবাব দেবে এ এ
আমার এ ভাগ্য মন্দ কেন,
জানতেই হবে।।
বিধির বিধান ও ও ও ও

কেন যে চলতে হবে আমায়,
শুধুই তার ঈশারায়।।
আমার ভালো আমার মন্দ
সব তারি দয়ায়।
আমি নিজেই নিজের বিধাতা
আর হবো কবে এ এ
আমার এ ভাগ্য মন্দ কেন,
জানতেই হবে।।
বিধির বিধান বল হায় কেন,
মানতেই হবে
আমার এ ভাগ্য মন্দ কেন,
জানতেই হবে।।
বিধির বিধান হো ও ও ও

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *