বাড়ির কাছে আরশি নগর
Barir Kache Arshi Nagar
ফকির লালন সাঁই
বাড়ির কাছে আরশি নগর
সেথা এক পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে।
গিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরনি পারে।
বঞ্ছা করি দেখবো তারে
কেমনে সেথা যাই রে।।
কি বলবো পড়শির কথা
হস্ত, পদ, স্কন্ধ, মাথা নাইরে।
ক্ষণেক থাকে শুন্যের উপর
ক্ষণেক ভাসে নিরে।।
পড়শি যদি আমায় ছুঁতো
জম যাতনা সকল যেতো দুরে।
সে আর লালন এক খানে রয়
লক্ষ যোজন ফাক রে।।