বাড়ির কাছে আরশি নগর | Barir Kache Arshi Nagar | Key Lyrics

বাড়ির কাছে আরশি নগর

Barir Kache Arshi Nagar

ফকির লালন সাঁই

বাড়ির কাছে আরশি নগর

সেথা এক পড়শি বসত করে

আমি একদিনও না দেখিলাম তারে।

গিরাম বেড়ে অগাধ পানি

নাই কিনারা নাই তরনি পারে।

বঞ্ছা করি দেখবো তারে

কেমনে সেথা যাই রে।।

কি বলবো পড়শির কথা

হস্ত, পদ, স্কন্ধ, মাথা নাইরে।

ক্ষণেক থাকে শুন্যের উপর

ক্ষণেক ভাসে নিরে।।

পড়শি যদি আমায় ছুঁতো

জম যাতনা সকল যেতো দুরে।

সে আর লালন এক খানে রয়

লক্ষ যোজন ফাক রে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *