বাঁচি কী করে বাঁচি গো তোমাকে ছাড়া | Bachi Ki Kore Bachi Go Tomake Chara | Lyrics

বাঁচি কী করে বাঁচি গো তোমাকে ছাড়া
Bachi Ki Kore Bachi Go Tomake Chara
বাংলা ভার্সন:
ছায়াছবি: স্বজন
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: নাদীম শ্রাবণ
শিল্পী: কুমার শানু ও অনুপমা দেশপাণ্ডে
[বাঁচি কী করে বাঁচি গো হায়,
তোমাকে ছাড়া]-২
লাগেনা আমার মন কোথাও
তোমাকে ছাড়া।
[বাঁচি কী করে বাঁচি গো হায়,
তোমাকে ছাড়া]-২
[তুমি বিনা পুণ্য যত,
সবই পাপ যে হবে]-২
[কোন্ সে আশীর্বাদ,
কোন্ অভিশাপ হবে]-২
আমার এ মন তাই
ভেবেছে এখন
নেই তো বাঁচার কোনো মানে
[বাঁচি কী করে বাঁচি গো হায়,
তোমাকে ছাড়া]-২
[তুমি বিষ এনে দিলে,
যাবো তা পান করে]-২
[না কোনো অভিনয়
বা অভিমান করে]-২
তুমি পাশে নেই তবু
সেই তো কিছুতেই
সইবেনা যেন আমার প্রাণে
[বাঁচি কী করে বাঁচি গো হায়,
তোমাকে ছাড়া]-২
[তুমি আমি ব্যথা পাই
কার কি যায় আসে (ও)]-২
[ফাগুনের সেই নদী
এই বরষায় ভাসে]-২
তুমি যে আমার শুধু
আমি যে তোমার
এই কথা ভাসে না
স্রোতের টানে
[বাঁচি কী করে বাঁচি গো হায়,
তোমাকে ছাড়া]-২
লাগেনা আমার মন কোথাও
তোমাকে ছাড়া
[বাঁচি কী করে বাঁচি গো হায়,
তোমাকে ছাড়া]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *