বসন পর পর মাগো বসন পর মা

বসন পর মা(২)
বসন পর পর মাগো,
বসন পর মা
চন্দনে চর্চিত জবা
পদে দিব আমি গো
বসন পর মা পর,
বসন পর মা,
বসন পর পর মাগো
বসন পর মা

কালীঘাটে কালী তুমি,
কৈলাসে ভবানী
বৃন্দাবনে রাধাপ্যারী,
গোকূলে গোপিনী
পাতালেতে ছিলে মাগো
হয়ে ভদ্রকালী
কত দেবতা করেছে পূজা
দিয়ে নরবলী গো;
বসন পর মা পর,
বসন পর মা।

কার বাড়ি গিয়েছিলে,
কে করেছে সেবা
শিরে দেখি রক্তচন্দন,
পদে রক্তজবা
ডানি হস্তে বরাভয় মাগো,
বাম হস্তে অসি
কাটিয়া অসুরের মুন্ড,
করেছে রাশি রাশি গো
বসন পর মা পর,
বসন পর মা।

অসিতে রুধির ধারা,
গলে মুন্ডমালা
হেঁট মুখে চেয়ে দেখ,
পদতলে ভোলা
মাথায় সোনার মুকুট,
ঠেকিছে গগনে
মা হয়ে বালকের কাছে,
উলঙ্গ কেমনে
বসন পর মা পর,
বসন পর মা।

তুমি পাগোল,পতি পাগোল
মাগো আরো আছে পাগোল
প্রসাদ হয়েছে পাগোল,
চরণ পাবার আশে গো
বসন পর মা পর,
বসন পর মা
বসন পর,পর মাগো,
বসন পর মা
বসন পর মা(৩)

“রামপ্রসাদী গান”
লহরী-আড়াঠেকা

(শিল্পী-পান্নালাল ভট্টাচার্য্য/
           কুমার শানু)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *