বসন পর পর মা গো Lyrics | Boson Poro Maa Go Lyrics

১০০টি হিট দুর্গা পূজার গানের লিরিক্স

বসন পর পর মা গো Lyrics

Boson Poro Maa Go Lyrics

“রামপ্রসাদী গান”
লহরী-আড়াঠেকা

(শিল্পী-পান্নালাল ভট্টাচার্য্য/
কুমার শানু)

বসন পর পর মা গো Lyrics

বসন পর মা(২)
বসন পর পর মাগো,
বসন পর মা
চন্দনে চর্চিত জবা
পদে দিব আমি গো
বসন পর মা পর,
বসন পর মা,
বসন পর পর মাগো
বসন পর মা

কালীঘাটে কালী তুমি,
কৈলাসে ভবানী
বৃন্দাবনে রাধাপ্যারী,
গোকূলে গোপিনী
পাতালেতে ছিলে মাগো
হয়ে ভদ্রকালী
কত দেবতা করেছে পূজা
দিয়ে নরবলী গো;
বসন পর মা পর,
বসন পর মা।

কার বাড়ি গিয়েছিলে,
কে করেছে সেবা
শিরে দেখি রক্তচন্দন,
পদে রক্তজবা
ডানি হস্তে বরাভয় মাগো,
বাম হস্তে অসি
কাটিয়া অসুরের মুন্ড,
করেছে রাশি রাশি গো
বসন পর মা পর,
বসন পর মা।

অসিতে রুধির ধারা,
গলে মুন্ডমালা
হেঁট মুখে চেয়ে দেখ,
পদতলে ভোলা
মাথায় সোনার মুকুট,
ঠেকিছে গগনে
মা হয়ে বালকের কাছে,
উলঙ্গ কেমনে
বসন পর মা পর,
বসন পর মা।

তুমি পাগোল,পতি পাগোল
মাগো আরো আছে পাগোল
প্রসাদ হয়েছে পাগোল,
চরণ পাবার আশে গো
বসন পর মা পর,
বসন পর মা
বসন পর,পর মাগো,
বসন পর মা
বসন পর মা(৩)

বসন পর মা

বসন পর মা

Boson Poro Ma
রামপ্রসাদী গান
লহরী-আড়াঠেকা
কণ্ঠ: কুমার শানু
বসন পর মা,বসন পর মা
বসন পর পর মাগো,বসন পর মা
চন্দনে চর্চিত জবা,পদে দিব আমি গো
বসন পর মা পর,বসন পর মা,
বসন পর পর মাগো,বসন পর মা।
কালীঘাটে কালী তুমি,কৈলাসে ভবানী
বৃন্দাবনে রাধাপ্যারী,গোকূলে গোপিনী
পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী
কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলী গো;
বসন পর মা পর,বসন পর মা।
কার বাড়ি গিয়েছিলে,কে করেছে সেবা
শিরে দেখি রক্তচন্দন,পদে রক্তজবা
ডানি হস্তে বরাভয় মাগো,বাম হস্তে অসি
কাটিয়া অসুরের মুণ্ড,করেছে রাশি রাশি গো
বসন পর মা পর,বসন পর মা।
অসিতে রুধির ধারা,গলে মুণ্ডমালা
হেঁটমুখে চেয়ে দেখ,পদতলে ভোলা
মাথায় সোনার মুকুট,ঠেকিছে গগনে
মা হয়ে বালকের কাছে,উলঙ্গ কেমনে
বসন পর মা পর,বসন পর মা।
তুমি পাগল,পতি পাগল
মাগো আরো আছে পাগল
প্রসাদ হয়েছে পাগল,
চরণ পাবার আশে গো
বসন পর মা পর,বসন পর মা
বসন পর পর মাগো,বসন পর মা
[বসন পর মা]-৩

Boson Poro Maa Go Lyrics

Boshon poro ma(2)

Boshon poro poro mago,

Boshon poro ma

Chondone chorchito joba

Pode dibo ami go

Boshon poro ma poro,

Boshon poro ma,

Boshon poro poro mago

Boshon poro ma.

Kalighate Kali tumi,

Koilashe Bhobani

Brindabone Radhapyari,

Gokule Gopini

Patalete chile mago

Hoye Bhodrokali

Koto debota koreche puja

Diye noroboli go;

Boshon poro ma poro,

Boshon poro ma.

Kar bari giyechile,

Ke koreche seba

Shire dekhi roktochondon,

Pode roktojoba

Dani hoste borabhoy mago,

Bam hoste oshi

Katiya oshurer mundo,

Koreche rashi rashi go

Boshon poro ma poro,

Boshon poro ma.

Oshite rudhir dhara,

Gole mundomala

Het mukhe cheye dekho,

Podotole Bhola

Mathay shonar mukut,

Thekiche gogone

Ma hoye baloker kache,

Ulongo kemone

Boshon poro ma poro,

Boshon poro ma.

Tumi pagol, poti pagol

Mago aro ache pagol

Proshad hoyeche pagol,

Choron pabar ashe go

Boshon poro ma poro,

Boshon poro ma

Boshon poro, poro mago,

Boshon poro ma

Boshon poro ma(3)

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): বসন পর মা (Boson Poro Ma)

  • ধরণ (Genre): শ্যামা সঙ্গীত / রামপ্রসাদী গান (Shyama Sangeet / Ramprasadi Gaan)

  • রচয়িতা (Lyricist & Composer): সাধক রামপ্রসাদ সেন (Sadhak Ramprasad Sen) – (গানের ভণিতা “প্রসাদ হয়েছে পাগল” অনুসারে)

  • বিখ্যাত শিল্পী (Notable Singers): পান্নালাল ভট্টাচার্য্য (Pannalal Bhattacharya), কুমার শানু (Kumar Sanu), ধনঞ্জয় ভট্টাচার্য।

  • তাল (Taal): আড়াঠেকা (Aratheka)

  • বিষয়বস্তু (Theme): মাতৃভক্তি ও দেবীর রূপ বর্ণনা (Devotion to Mother Kali & description of her form)

বসন পর মা লিরিক্স (Boson Poro Ma Lyrics) – রামপ্রসাদী গান | পান্নালাল ভট্টাচার্য্য

“বসন পর মা” বা “বসন পর পর মাগো” বাংলা ভক্তিমূলক গানের জগতে একটি কালজয়ী রামপ্রসাদী সঙ্গীত। অষ্টাদশ শতাব্দীর বিশিষ্ট সাধক ও কবি রামপ্রসাদ সেনের রচিত এই গানটি শ্যামা সঙ্গীতের এক অনন্য নিদর্শন। পরবর্তীতে পান্নালাল ভট্টাচার্য্যের জাদুকরী কণ্ঠে গানটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং বর্তমানে কুমার শানু সহ অনেক শিল্পীই গানটি গেয়েছেন।

এই গানে ভক্তের (সন্তানের) সরল আবদার ফুটে উঠেছে। মা কালী রণমূর্তিতে দিগম্বরী (উলঙ্গ) অবস্থায় আছেন, যা দেখে সন্তানরূপী ভক্ত লজ্জিত এবং মাকে ‘বসন’ বা বস্ত্র পরিধান করার অনুরোধ করছেন। গানে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা দেওয়া হয়েছে—তিনিই কালীঘাটে কালী, কৈলাসে ভবানী, আবার বৃন্দাবনে রাধাপ্যারী। এটি শাক্ত ও বৈষ্ণব দর্শনের এক অপূর্ব মেলবন্ধন।

গানের শেষাংশে সাধক রামপ্রসাদ নিজেকে ‘পাগল’ বলে অভিহিত করেছেন, যিনি মায়ের চরণ পাওয়ার আশায় উন্মাদ। ভক্তি, বাৎসল্য এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণে তৈরি এই গানটি আজও শ্রোতাদের চোখে জল এনে দেয়।

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “বসন পর মা” গানটির রচয়িতা কে? উত্তর: এই বিখ্যাত গানটির রচয়িতা হলেন সাধক রামপ্রসাদ সেন। গানের শেষে “প্রসাদ হয়েছে পাগল” লাইনটি তার ভণিতা বা স্বাক্ষর বহন করে।

প্রশ্ন: রামপ্রসাদী গান বলতে কী বোঝায়? উত্তর: সাধক রামপ্রসাদ সেন দেবী কালীর উদ্দেশ্যে যে বিশেষ সুর ও ঢঙে গান রচনা করেছিলেন, সেগুলোকে ‘রামপ্রসাদী গান’ বলা হয়। এই গানগুলোর সুর সাধারণত ধীর ও করুণ হয় এবং এতে ভক্তের সাথে মায়ের কথোপকথন বা আবদার থাকে।

প্রশ্ন: “মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে” – লাইনটির তাৎপর্য কী? উত্তর: মা কালী দিগম্বরী, অর্থাৎ তিনি কোনো বস্ত্র পরিধান করেন না। কিন্তু ভক্ত নিজেকে মায়ের সন্তান মনে করেন। তাই সন্তান হিসেবে মাকে উলঙ্গ দেখে তিনি লজ্জাবোধ করছেন এবং মাকে কাপড় পরার অনুরোধ জানাচ্ছেন। এটি বাৎসল্য ও ভক্তির চরম বহিঃপ্রকাশ।

প্রশ্ন: “Boson Poro Ma” গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *