বল মা তারা দাঁড়াই কোথা(২)
আমার কেহ নাই শঙ্করী হেথা
বল মা তারা দাঁড়াই কোথা(২)
মার সোহাগে বাপের আদর,
এ দৃষ্টান্ত যথা তথা(৩)
(যে বাপ)বিমাতাকে শিরে ধরে,
এমন বাপের ভরসা বৃথা(২)
বল মা তারা দাঁড়াই কোথা(২)
তুমি না করিলে কৃপা,
যাব কি বিমাতা যথা(২)
যদি বিমাতা
আমায় করেন কোলে,
দেখা নাই আর হেথা সেথা(২)
প্রসাদ বলে এই কথা মা,
বেদাগমে আছে গাঁথা(৩)
(ওমা)যে জন তোমার
নাম করে তার-
হাড়মালা আর ঝুলি কাঁথা(২)
বল মা তারা দাঁড়াই কোথা(২)
প্রসাদী-একতালা
“রামপ্রসাদী গান”
(কন্ঠ-ভবানী দাস)