বলি মা তোর চরণ ধরে
Boli Maa Tor Choron Dhore
কথা ও সুর : লালন ফকির
বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করব না আর আমারে মারিস নে মা।।
ননীর জন্যে আজ আমারে মারলি মা তুই বেধে ধরে দয়া নাই মা তোর অন্তরে সল্পতে গেল জানা।।
পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে সেই মা জননী নিষ্ঠুর হলে.. কে বোঝে শিশুর বেদনা।।
ছেড়ে দে মা হাতের বাঁধন যাই যে দিকে যায় দুই নয়ন পরের মাকে ডাকবে লালন তোর গৃহে আর থাকবে না আর আমারে মারিস নে মা বলি মা তোর চরণ ধরে ননী চুরি-ই আর করব না।।