বলব না গো আর কোনো দিন ভালোবাস তুমি মোরে | Bolbona Go Ar Kono Din | Baul Sukumar

বলব না গো আর কোনো দিন 
ভালোবাস তুমি মোরে।।
বলব না গো আর কোনো দিন 
ভালোবাস তুমি মোরে।।
বলেছিলে গো ভালোবাসি গো
আজ কেন গো এমন হলো।।
বলব না গো আর কোনো দিন 
ভালোবাস তুমি মোরে।।
ভালোবাসা কভু নয় অপরাধ
তবে কেন গো এত প্রতিবাদ।।
বলব না গো আর কোনো দিন 
ভালোবাস তুমি মোরে।।
ভালোবেসে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে বারোমাস
বাউলের অন্তরে।।
বলব না গো আর কোনো দিন 
ভালোবাস তুমি মোরে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *