বলবো না গো আর কোনদিন
Bolbo na go ar konodin
Sukumar Das Baul
Bolbo na go ar konodin
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।
বলে ছিলে গো ভালবাসি গো
আজ কেন গো এমন ও হল (২)।
এমন ও হল এমন ও হল
বলবো না গো আর কোনদিন
ভাল বাস তুমি মোরে।
ভালবাসাতে যদি হয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ (২)।
কেন প্রতিবাদ কেন প্রতিবাদ
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।
ভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে বার মাস।
বাউলের অন্তরে বাউলের অন্তরে
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।
বলবো না গো
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
বলে ছিলে গো, ভালবাসি গো,
আজ কেন গো এমন হলো?
ভালবাসাতে কভু নয় অপরাধ,
তাই নিয়ে গো কেন প্রতিবাদ।
ভালবাসাতে যে পেয়েছি আঘাত,
সেই অনল গো দেহে জ্বলে বারো মাস
বাউলের অন্তরে।