বন্ধু যদি হইতো নদীর জল | Bondhu Jodi Hoito Nodir Jol | Key Lyrics

বন্ধু যদি হইতো নদীর জল
Bondhu Jodi Hoito Nodir Jol
দূরবীন শাহ
বন্ধু যদি হইতো নদীর জল,
পিপাসাতে পান করিয়া,
প্রান করতাম শীতল।।
যাইতাম ঘাটে কলসী লইয়া
মীন হইয়া থাকতাম মিশিয়া
আনন্দে সাতার কাটিয়া
মধ্য গাঙ্গে হইতাম তল।।
বন্ধু যদি হইত গো বাঁশী
আমি হইতাম কালো শশী
তমালের ডালে বসি
বন্ধুর গানের গাইতাম গজল।।
সময় আমার নাই গো বেশি
বন্ধু যদি হইত রশি
গলাতে লাগাইতাম ফাঁসি
বলে দূরবীন শাহ পাগল।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *