বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি, পরজনমে হইও রাধা,
বনমালী তুমি, পরজনমে হইও রাধা।
তুমি আমারই মতন, জ্বলিও জ্বলিও,
বিরহ কুসুম-হার গলেতে পরিও।
তুমি যাইও যমুনার ঘাটে,
না মানি ননদীর বাধা।
তুমি আমারই মতন, কান্দিও কান্দিও,
কৃষ্ণ-কৃষ্ণ নাম, বদনে জপিও,
তুমি বুঝিবে তখন নারীর বেদন,
রাধার প্রাণে কত ব্যথা।
তুমি আমারই মতন, মরিও মরিও,
শ্যাম-কলঙ্কের হার, গলেতে পরিও।
তুমি পুড়িও তখন, আমারি মতন,
বুকে লইয়া দুখের চিতা।
ভাবিয়া সরোজ কয়, ওহে কৃষ্ণপদ,
প্রেমের মায়াডোরে আমারে বান্ধিও,
আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন,
তোমারে বানাব আধা।
Bonomali Tumi Poro Jonome Hoiyo Radha