বদলে যাচ্ছে চেহারাটা
বদলে যাচ্ছে মন,
বদলে যাচ্ছে কাছে দূরের
প্রিয় মানুষজন।
বদলে যাচ্ছে প্রেমিকা আর
ভালোবাসার রঙ,
বদলে যাচ্ছে রাজনীতি
নেতা নেত্রী গং।
যেন ভালোবাসা প্রীতি নেই
মানবতা নীতি নেই
ভালোবাসা প্রীতি নেই
মানবতা নীতি নেই
স্বার্থের কারবার দুনিয়ায়;
এভাবেই দুনিয়াটা বদলে যায়
এভাবেই দুনিয়াটার রং বদলায়।
এই দুনিয়া ঘোরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রং বদলায়
কত রং বদলায়।
(সাপা পাধামা,মাধা ধানিপা
সাপা পাধামা,মাধা ধানিপা।
সাসা নিনি ধাধা পাপা
ধাপা গারে সাসা
সাসা নিনি ধাধা পাপা
ধাপা গারে সাসা
সাসা নিনি ধাধা পাপা
ধাপা গারে সা।)
বদলে যাচ্ছে দ্রব্যমূল্য
এবং বাজার ঘাট,
বদলে যাচ্ছে শিশুদের ঐ
প্রিয় খেলার মাঠ।
বদলে যাচ্ছে স্কুল ও কলেজ
শিক্ষা প্রতিষ্ঠান;
বদলে যাচ্ছে চিকিৎসাতে
স্বাস্থ্য সেবা দান।
যেন পেরেশানি পেরেশানি
দে রে মানি দে রে মানি
পেরেশানি পেরেশানি
দে রে মানি দে রে মানি।
কথা বলে আজকাল টাকায়।
এভাবেই দুনিয়াটা বদলে যায়
এভাবেই দুনিয়াটার রং বদলায়।
হে বদলে যাচ্ছে বাসের ভাড়া
বাসের ড্রাইভার;
নির্যাতিত হচ্ছে কত
নারী প্যাসেঞ্জার।
বদলে যাচ্ছে ইতিহাস আর
সংস্কৃতির রুপ;
বদলে যাচ্ছে বিত্তবানেরা
চিত্তবানেরা চুপ।
আরে ক্ষমতা ক্ষমতা
নেই কোনো সমতা
ক্ষমতা ক্ষমতা
নেই কোনো সমতা
মমতা গড়াগড়ি ধূলায়।
এভাবেই দুনিয়াটা বদলে যায়।।
বদলে যাচ্ছে চেহারাটা
বদলে যাচ্ছে মন,
বদলে যাচ্ছে কাছে দূরের
প্রিয় মানুষজন।
বদলে যাচ্ছে প্রেমিকা আর
ভালোবাসার রঙ,
বদলে যাচ্ছে রাজনীতি
নেতা নেত্রী গং।
যেন ভালোবাসা প্রীতি নেই,
মানবতা নীতি নেই
ভালোবাসা প্রীতি নেই,
মানবতা নীতি নেই
স্বার্থের কারবার দুনিয়ায়
এভাবেই দুনিয়াটা বদলে যায়
এভাবেই দুনিয়াটার রং বদলায়।
দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক
এই দুনিয়া ঘোরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রং বদলায়
কত রং বদলায়।
(গীতিকার,সুরকার-অর্জুন বিশ্বাস
শিল্পী-অর্জুন বিশ্বাস
লিরিক্স টাইপিং-সুধন্য মন্ডল)