বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে | Bori Bishwas Koira Jayga Dilam Re | Keylyrics

বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
Bori Bishwas Koira Jayga Dilam Re
রশিদ সরকার

বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে

বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
ওরে আমার বুকের ও উপরে
আমি আপন কইয়া, সব দিছি তোমারে
আমার বন্ধুরে।।
পিরিত যদি না করিতাম রে
ওরে আমি, না হইতাম আর দোষি
এখন কেন চোখের জলে সকল সময় ভাসি।।
আমি ভাসিতে কি নাও হারাইলাম রে
বন্ধু অকুলো সাগরে।।
চিন্তা ভাবনায়, সোনার দেহ
ওরে দেহ হইয়া গেছে কালা
যৌবনও শুকাইয়া রে হইল
শুকনা গাঙ্গের তলা।।
সরকার রসিদেরও দেখইয়া যাইওরে তুলা চাঁন যদি মনে ধরে। ।

Bori Bishwas Koira Jayga Dilam Re

বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে | Bori Bishwas Koira Jayga Dilam Re | Keylyrics

 

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *