ফুল চাইবো না বাহার চাইবো
Phool Chaibo Na Bahar Chaibo
Phool Mangoo Na
ফুল মাঙ্গু না বহার মাঙ্গ
फूल मांगू ना बहार मांग
ছায়াছবি: রাজা (হিন্দী)
কথা: সমীর
সঙ্গীত: নাদীম শ্রাবণ
শিল্পী: অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ
[ফুল চাইবো না বাহার চাইবো]-২
প্রিয়তম প্রেম উপহার চাইবো
[সুখ না হাসি এবার চাইবো]-২
প্রিয়তম প্রেম উপহার চাইবো
ফুল চাইবো না বাহার চাইবো।
যা ছিল মনের গোপন কথা
সবি তোমায় বলেছি।
প্রেম প্রণয়ের ভাষা আমি
তোমারই কাছে শিখেছি।
কি এই প্রণয়ের ভাষা
আমায় বলোনা।
মিষ্টি কত যে মধুর
সে কি ছলনা ?
[চাইবো না কিছু কি আর চাইবো]-২
প্রিয়তম প্রেম উপহার চাইবো
ফুল চাইবো না বাহার চাইবো
সুখ না হাসি এবার চাইবো
প্রিয়তম প্রেম উপহার চাইবো
ফুল চাইবো না বাহার চাইবো।
সঙ্গী তোমাকে কাছেতে পেয়ে
পেয়ে গেছি আমি সবি।
তোমার প্রেমে পাগল আমি
শুধু তোমায় চেয়েছি।
জানিনা কি করে আমার
কাটবে এ জীবন।
তুমি প্রেরণা আমার
কত যে আপন।
[রূপ চাইবো না সিঙ্গার চাইবো]-২
প্রিয়তম প্রেম উপহার চাইবো
ফুল চাইবো না বাহার চাইবো
সুখ না খুশি এবার চাইবো
প্রিয়তম প্রেম উপহার চাইবো