ফিরে এল না আর সে | Fire Elo Na Ar Se | ছবি-বৌমা | শিল্পী-কিশোর কুমার

Fire Elo Na Ar Se
ফিরে এল না আর সে
ছবি-বৌমা
শিল্পী-কিশোর কুমার

উ ফিরে এলো না আর সে
চলে গেল যে
ফিরে যাবে কোনদিনও
ভাবিনি আমি !
সে আমায় দুঃখ
দেবে তা কি জানি ?
ফিরে এলো না আর সে 
চলে গেল যে।

সব রঙ মুছে নিয়ে,
আকাশটা মেঘে মেঘে সাজে,
বরষার সুর নিয়ে,
এ বুকে যে ব্যথাটুকু বাজে।।
খেয়ালী সে মন নিয়ে
ভাবেনা যে,
এ ব্যথা আমার যে কতখানি
ফিরে এলো না আর সে
চলে গেল যে।

দৃষ্টি প্রদীপ জ্বেলে,
হারানো তাকেই যদি পাই,
বলে যাব চুপি চুপি,
ফিরে এসো,এইটুকু চাই।।
আমার প্রান্ত ধরে
চরণ চিহ্ন এঁকে এঁকে
ফেরারি হয়েছে সে
চলে গেছে স্মুতিটুকু রেখে।
আমায় কেন যে সে
বোঝেনা যে;
ভালোবাসি আমি তাকে কতখানি।
ফিরে এলো না আর সে
চলে গেল যে
ফিরে যাবে কোনদিনও
ভাবিনি আমি
সে আমায় দুঃখ দেবে
তা কি জানি !
ফিরে এলো না আর সে
চলে গেল যে।
ফিরে এল না আর সে  Fire Elo Na Ar Se  ছবি-বৌমা  শিল্পী-কিশোর কুমার

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *