ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
Fagun hauay hauay korechi je dan
কথা ও সুর : রবীন্দ্রনাথ ঠাকুর
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।।
আমার আপনহারা প্রান।
আমার বাঁধন-ছেঁড়া প্রান।।
তোমার অশোকে কিংশকে
তোমার অশোকে কিংশকে
অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান।।
পূর্নিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রুপসাগরের পারের পানে উদাসী মন অবসান
তোমার প্রজাপতির পাখায়
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের
তোমার রঙিন মাখা।।
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।।