ফাগুনের দখিন বায়
Fagunero Dakhin Baay (1964)
কথা: আশরাফুজ্জামান খান
সুরকার: মোহন লাল দাস
কণ্ঠ: মেহেদী হাসান
Fagunero Dakhin Baay (1964)
কথা: আশরাফুজ্জামান খান
সুরকার: মোহন লাল দাস
কণ্ঠ: মেহেদী হাসান
ফাগুনের দখিন বায়
ফিরে এলো ফুলের দিন
সাথীহারা এ মন আমার
তারই ছোঁয়ায় হলো রঙিন
ফাগুনের দখিন বায়
ফিরে এলো ফুলের দিন।
[অনুরাগে হাসনাহেনা
ফুটেছে আজ বীথিকায়]-২
[গুলবাগে খুশির নেশায়
হলো যে আজ সব নবীন]-২
[ভ’রে দু’কূল উঠছে
সাগরে আজ নওজোয়ার]-২
[বাতাসে আজ মধু সুবাস
নেই বেদনার রেশ মলিন]-২
ফাগুনের দখিন বায়
ফিরে এলো ফুলের দিন।