প্রেম বড় মধুর কভু কাছে কভু সুদূর
Prem Boro Modhur Kovu Kache Kovu Sudur
प्यार अजनबी है जाने कहाँ से आये
Pyar Ajnabi Hai Jaane Kahan Se Aaye
গীতিকার: শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুরকার: কিশোর কুমার
শিল্পী: কিশোর কুমার
Prem Boro Modhur Kovu Kache Kovu Sudur
प्यार अजनबी है जाने कहाँ से आये
Pyar Ajnabi Hai Jaane Kahan Se Aaye
গীতিকার: শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুরকার: কিশোর কুমার
শিল্পী: কিশোর কুমার
হুঁ প্রেম যেন এক অতিথির মত
কখনো জীবনে আসে ফুল-ডোরে বাঁধে
কখনো আবার অশ্র ঝরিয়ে চলে যায়।
প্রেম বড় মধুর কভু কাছে,কভু সুদূর।।
কখনো জীবনে ফুল ফোঁটায়।।
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর কভু কাছে,কভু সুদূর।
প্রেম যেন নদী ভাঙে আর গড়ে
জীবনের দু’টি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা,খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ফিরে ফিরে
মিলনের গান গায়
বিরহের কান্নায়
হৃদয়ে বাজায় নূপুর।
ভাঙা-গড়া ছন্দে,কখনো আনন্দে
কখনো যে সুর বিধুর।
প্রেম বড় মধুর কভু কাছে,কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোঁটায়।।
কাঁদিয়ে যায় সে দূর;
প্রেম বড় মধুর কভু কাছে,কভু সুদূর।
প্রেম যেন নারী আলো আর ছায়া
জীবনের নীলাকাশ ঘিরে
কখনো সে মায়া কখনো আলেয়া
মায়াবিনী দু’টি আঁখি-তীরে
ছায়াছবি এঁকে যায়
সুখে দুখে ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর
প্রেম পিরিতি দ্বন্দ্বে
বকুলের গন্ধে
ভরে সে সকাল-দুপুর।
প্রেম বড় মধুর কভু কাছে,কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোঁটায়।।
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর কভু কাছে,কভু সুদূর।
কভু কাছে,কভু সুদূর।।।