প্রেম কখনো মধুর | Prem Kokhono Modhur | Key Lyrics

প্রেম কখনো মধুর
Prem Kokhono Modhur
ছায়াছবি: মহৎ
কথা,সুর ও সঙ্গীত:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: এন্ড্রু কিশোর
ও খালিদ হাসান মিলু
[প্রেম কখনো মধুর,
কখনো সে বেদনা বিধুর
কখনো কাঁদায়,কখনো হাসায়,
কখনো কাছে,কখনো সে দূর বহুদূর ?]-২
প্রেম
[প্রেম কখনো বয়ে আনে,বিধাতার স্বর্গের সুখ
কখনো জীবনভর দুঃখে ভরে দেয় বুক]-২
কখনো চেনা,কখনো অচেনা কোনো সুর।
প্রেম কখনো মধুর,
কখনো সে বেদনা বিধুর
কখনো কাঁদায়,কখনো হাসায়,
কখনো কাছে,কখনো সে দূর বহুদূর ?
প্রেম
[প্রেম কখনো জীবন হয়ে মৃত্যুকে দূরে ঠেলে দেয়
কখনো আপন করে,মৃত্যুকে কাছে টেনে নেয়]-২
কখনো পাথর,কখনো সে হয় কোহিনূর।
[প্রেম কখনো মধুর,
কখনো সে বেদনা বিধুর
কখনো কাঁদায়,কখনো হাসায়,
কখনো কাছে,কখনো সে দূর বহুদূর]-২
প্রেম

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *